Header Ads

Header ADS

বিভাগীয় শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল



মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম
বন্দরনগরী চট্টগ্রামের মধ্য হালিশহর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান
মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী)। ছাত্র-ছাত্রীদেরকে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আক্বিদা-বিশ্বাস, ইতিহাস-ঐতিহ্য, যুগোপযোগী আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে যথার্থ শিক্ষাদানের মাধ্যমে আদর্শবান দেশপ্রেমিক, সুনাগরিক হিসেবে গড়ে তোলা, উপরন্তু আল্লাহ এবং তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৬ জানুয়ারি আলে রাসূল হুযূর আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির নূরানী দস্তে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।


পরিচালনা পরিষদ: এটি দেশের বৃহত্তর আধ্যাত্মিক সংগঠন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনাধীন একটি অন্যতম প্রতিষ্ঠান। এ শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছে সরকারী বিধি অনুযায়ী গঠিত পরিচালনা পরিষদ।

সরকারী স্বীকৃতি: ১৯৮৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক সরকারীভাবে অনুমতি লাভ করে। ১৯৮৪ খ্রিস্টাব্দে দাখিল স্বীকৃতি,১৯৯৪ খ্রিস্টাব্দে আলিম স্বীকৃতি, ২০০১ খ্রিস্টাব্দে ফাযিল অনুমতি এবং ২০০৭ খ্রিস্টাব্দে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্তি লাভ করে।

অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে ৩৬ জন সুযোগ্য ও সুদক্ষ শিক্ষকমন্ডলীর সুষ্ঠু পাঠদানে শিশু শ্রেণি হতে ফাযিল (ডিগ্রি) পর্যন্ত সর্বমোট ১৬টি শ্রেণিতে প্রায় পনের শতাধিক ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়নরত। হিফযুল কোরয়ান বিভাগে রয়েছে ৬০ জন শিক্ষার্থী। এই মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক, সংগঠক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভী।

অবকাঠামো: মাদরাসায় ৪ তলা বিশিষ্ট ১টি আবাসিক ভবন, ৫ তলা বিশিষ্ট ১টি একাডেমিক ভবন ও ৫ তলা বিশিষ্ট ১টি আবাসিক ভবন রয়েছে। মাদ্রাসার সম্মুখে রয়েছে ঐতিহ্যবাহী জামে মসজিদ। এছাড়াও ১টি কম্পিউটার ল্যাব, ২টি আইসিটি কক্ষ, ১টি সুপরিসর লাইব্রেরি ও হিফজখানা, ১টি ডাইনিং হল, ২টি শিক্ষক ও কর্মচারী আবাসন, অফিস কক্ষ ৩টি, শিক্ষক মিলনায়তন ১টি, শ্রেণি কক্ষ ১৮টি,২০টি ছাত্রাবাস কক্ষ রয়েছে। হাই বাঞ্চ-৩৬৩, লো বেঞ্চ-২৯৪টি, শিক্ষক চেয়ার ৮০টি, শিক্ষক টেবিল ৪১টি, ব্ল্যাক বোরড-১৬টি, হোয়াইট বোরড-১২টি, কাঠের আলমারি-৪টি, স্টিল আলমারি-২৬টি, ফাইল কেবিনেট ৪টি, সিলিং ফ্যান ১১৪টি, টেবিল ফ্যান ৩টি, আই,পি,এস ৩টি, মটর ইঞ্জিন ২টি, শিক্ষক সেলফ স্টিল(১৮ জন বিশিষ্ট) ২টি। ৪০জন বিশিষ্ট
হেফজ খানা ছাত্রের স্টিল সেলফ রয়েছে । খেলার মাঠ, বিদ্যুৎ সরবরাহ, শৌচাগার, নলকূপ,ওয়াসা, ওজুখানা, ট্যাপ, গ্যাসসহ মাদরাসার অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও রয়েছে।

লাইব্রেরী : আঞ্জুমান ট্রাস্ট কর্তৃপক্ষের সদিচ্ছা, অধ্যক্ষের প্রচেষ্টা ও শিক্ষকবৃন্দের চাহিদার ভিত্তিতে মাদরাসায় গড়ে উঠেছে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহির নামে বিশাল লাইব্রেরী। এতে রয়েছে যুগোপযোগি দেশি-বিদেশি প্রায় তিন হাজার পাঁচশত গ্রন্থাদি।

শিক্ষা কার্যক্রম: এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চারটি স্তরে পরিচালিত হয়ে আসছে।
১. এবতেদায়ী (প্রাথমিক) স্তরঃ শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত।
২. দাখিল (মাধ্যমিক) স্তরঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
৩. আলিম (উচ্চ মাধ্যমিক) স্তরঃ আলিম ১ম ও ২য় বর্ষ।
৪. ফাযিল (বি.এ) স্তরঃ ফাযিল ১ম, ২য়, ও ৩য় বর্ষ (৩বছর মেয়াদী)।

পাঠ পদ্ধতি: সরকার কর্তৃক অনুমোদিত এবং যুগোপযোগী বিজ্ঞানভিত্তিক সিলেবাসের আলোকে পাঠদানের ফলে মাদরাসা শিক্ষার্থীরা একদিকে ধর্মীয় মুল্যেবোধের সুরক্ষায় সচেষ্ট। অপরদিকে শিক্ষা, উন্নয়ন, প্রশাসনসহ রাষ্ট্র ও সমাজের কল্যাণে বহুমুখী অবদান রেখে চলছে। ইসলামী আদর্শের প্রচার প্রসার, সুন্নীয়তের পয়গাম বিস্তারে এদের ভূমিকা জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
সাপ্তাহিক জলসা :ছাত্রদের যুক্তিশীল ও বাগ্মীতায় পারদর্শী করার লক্ষ্যে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। এতে বিষয় ভিত্তিক তথ্য সম্বলিত বিতর্ক প্রতিযোগিতায় ছাত্ররা অংশ নিয়ে থাকে। এ থেকে ইসলামের মৌলিক আক্বীদাহ্গত বিভিন্ন বিষয়ে ছাত্ররা ক্রমশঃ দক্ষ তার্কিক ও যুক্তিবাদী হয়ে উঠছে।
হিফযুল কুরআন বিভাগ : মাদরাসার শিক্ষা ব্যবস্থার অধীনে ‘হিফযখানা’ চালু রয়েছে। অভিজ্ঞ ও দায়িত্বশীল হিফয শিক্ষকের তত্ত্বাবধানে প্রায় ষাট জন শিক্ষার্থী পবিত্র কুরআনুল করীম শিক্ষা গ্রহণ করছে। হিফয সমাপ্ত শেষে ছাত্রদের দস্তারে ফযীলত প্রদান করা হয়।
বোর্ড পরীক্ষার ফলাফল : যুগোপযোগী ও ফলপ্রসূ শ্রেণি পাঠদানসহ বিশেষ ক্লাস ব্যবস্থার ফলে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে মাদরাসার ছাত্রদের কৃতিত্বপূর্ণ ফলাফল প্রশংসার দাবিদার। বিগত ১০ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায় প্রতিটি কেন্দ্রীয় পরীক্ষায় মাদরাসার পাসের হার শতভাগ। আর এই সাফল্যের জন্য মাদরাসার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী মাশায়েখে হযরাত, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, মাদরাসা পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লিখক: আরবি প্রভাষক,রাণীরহাট আল-আল-আমিন হামেদিয়া ফাযিল মাদরাসা

কোন মন্তব্য নেই

 

Blogger দ্বারা পরিচালিত.