Header Ads

Header ADS

নামাজের সময় মুক্তাদিগণ কখন দাঁড়াবেন

নামাজের সময় মুক্তাদিগণ কখন দাঁড়াবেন:-
চার মাযহাবের মতামত পর্যালোচনা করলে দেখা যায়-
1.হানাফী মাযহাব মতে 'হাইয়্যা আলাস সালাহ' বা 'হাইয়্যা আলাল ফালাহ' বলার সময় মুসল্লীগণের দাঁড়ানো সুন্নাত।এর পূর্বে দাঁড়ানো মাকরুহ।

2.হাম্বলী মাযহাব মতে 'কাদকামাতিস সালাহ' এর সময় দাঁড়ানো সুন্নাত।

3.শাফেয়ী মাযহাব মতে ইকামত শেষ হওয়ার পর দাঁড়ানো সুন্নাত।

4.মালেকী মাযহাব মতে শারীরিক শক্তিভেদে ইকামত সমাপ্তির পর দাঁড়ানো সুন্নত।
কোন মাযহাব মতেই ইকামতের পূর্বে/হাইয়্যা আলাস সালাহ এর পূর্বে দাঁড়ানোর কোন প্রমাণ বা বিধান নেই।যারা কাতার সোজা করার দোহাই দিয়ে মুসল্লীদেরকে পূর্বে দাঁড় করিয়ে রাখেন-তাদেরকে সুন্নাত তরকের দায়দায়ীত্ব নিতে হবে।অপর দিকে যারা লোপ পাওয়া এই সুন্নাতকে পূনর্জীবিত করবেন-তারা একশত শহীদের সাওয়াব পাবেন।
'ফতোয়ায়ে ছালাছা'-অধ্যক্ষ হাফেজ এম.এ.জলিল(রহ.)

কোন মন্তব্য নেই

ইলমে দ্বীনের ফজিলত

﴿يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ﴾ (المجادلة: ١١)

Blogger দ্বারা পরিচালিত.