নূরে মোজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরে মোজাস্সাম তা কোরআনের অনেক আয়াত তাফসীর ও বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত। তা সত্ত্বেও অনেক ক্বওমী ও দেওবন্দীরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূরের তৈরি মানতে নারাজ। তাই আমরা ক্বওমী-দেওবন্দী আলেমদের কিতাব থেকেই দেখে নেই হুজূরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মোজাস্সাম।
. . . . . . . . . . . . . . . . . . . .
(i) আশরাফ আলী থানভী তার কিতাবে লিখেছেনঃ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যাবির (রাঃ)! মহান আল্লাহ পাক সবকিছু সৃষ্টির করার পূর্বে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মোবারাক সৃষ্টি করেছেন। (নাসরুত্তিব ৫)
-
(ii) আশরাফ আলী থানভী আরও লিখেছেনঃ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম (আঃ) কে সৃষ্টি করার ১৪ হাজার বছর পূর্বে আমি আমার রবের নিকট নূর হিসেবে ছিলাম। (নাসরুত্তিব ৬)
-
(iii) আশরাফ আলী থানভী তার কিতাবে লিখেছেনঃ একথা প্রসিদ্ধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন ছায়া ছিলনা। কেননা তাঁর শরীর মোবারাক ছিল আপাদমস্তক নূর, তথা নূরে মোজাস্সাম। (শুকুরুন নিয়ামাহ ৩৯)
-
(iv) আশরাফ আলী থানভী আরও লিখেছেনঃ হুজূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নূর এবং কোরআন শরীফ নামক নূরেরও তিনি অধিকারী। তাহলে উভয় নূর মিলে কেন নূরুন নূর হবেন না ? (সালসুজ সুদুর ৮৩)
-
(v) রশীদ আহমেদ গাংগুহী লিখেছেনঃ একারণে মহান আল্লাহ পাক তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে এরশাদ করেন-তোমাদের নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে একখানা নূর। উক্ত আয়াতে বর্ণিত নূর হচ্ছেন হুজূরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এমদাদুস সুলুক ৮৫)
-
(vi) আহমেদ গাংগুহী আরও লিখেছেনঃ একথা মুতাওয়াতির বর্ণণা থেকে প্রমাণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মোবারাকের কোন ছায়া ছিলনা। প্রকাশ থাকে যে নূরের দেহ ছাড়া বাকি সকল দেহের ছায়া রয়েছে। (এমদাদুস সুলুক ৮৬)
-
(vii) হোসাইন আহমেদ মাদানী লিখেছেনঃ সমস্ত কায়নাত নূরে মোহাম্মাদ থেকে সৃষ্ট। যদি আপনি না হতেন তাহলে আমি আসমান-যমীন সৃষ্টি করতাম না। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মোবারাক সৃষ্টি করেছেন এই সমস্ত হাদীস সমূহের এটাই অর্থ। (সিহাবুস সাকিব ৫০)
-
(viii) বাংলাদেশের দেওবন্দী আজিজুল হক বুখারী শরীফের অনুবাদে সিরাত সংখ্যা ৫/৩ এ লিখেছেঃ সমস্ত সৃষ্টির পূর্বে নবীজীর নূর মোবারাক সৃষ্টি হয়েছে।
-
(ix) ইউসুফ লুদায়ান্নাবী লিখেছেনঃ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মোবারাক সবকিছুর পূর্বে সৃষ্টি করা হয়েছে। (আপকা মাসায়েল অর উনকা হাল ৩/৮৩)
-
(x) আব্দুল হাই লাখনাভী লিখেছেনঃ হুজূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মোবারাকের কোন ছায়া ছিল না, কারণ তিনি ছিলেন নূর। (তালিকুল আযিব লি হাল্লি হাসিয়াতুল যালালি মানতিকিত তাহাযিল)"
. . . . . . . . . . . . . . . . . . . .
(i) আশরাফ আলী থানভী তার কিতাবে লিখেছেনঃ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যাবির (রাঃ)! মহান আল্লাহ পাক সবকিছু সৃষ্টির করার পূর্বে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মোবারাক সৃষ্টি করেছেন। (নাসরুত্তিব ৫)
-
(ii) আশরাফ আলী থানভী আরও লিখেছেনঃ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম (আঃ) কে সৃষ্টি করার ১৪ হাজার বছর পূর্বে আমি আমার রবের নিকট নূর হিসেবে ছিলাম। (নাসরুত্তিব ৬)
-
(iii) আশরাফ আলী থানভী তার কিতাবে লিখেছেনঃ একথা প্রসিদ্ধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন ছায়া ছিলনা। কেননা তাঁর শরীর মোবারাক ছিল আপাদমস্তক নূর, তথা নূরে মোজাস্সাম। (শুকুরুন নিয়ামাহ ৩৯)
-
(iv) আশরাফ আলী থানভী আরও লিখেছেনঃ হুজূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নূর এবং কোরআন শরীফ নামক নূরেরও তিনি অধিকারী। তাহলে উভয় নূর মিলে কেন নূরুন নূর হবেন না ? (সালসুজ সুদুর ৮৩)
-
(v) রশীদ আহমেদ গাংগুহী লিখেছেনঃ একারণে মহান আল্লাহ পাক তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে এরশাদ করেন-তোমাদের নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে একখানা নূর। উক্ত আয়াতে বর্ণিত নূর হচ্ছেন হুজূরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এমদাদুস সুলুক ৮৫)
-
(vi) আহমেদ গাংগুহী আরও লিখেছেনঃ একথা মুতাওয়াতির বর্ণণা থেকে প্রমাণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মোবারাকের কোন ছায়া ছিলনা। প্রকাশ থাকে যে নূরের দেহ ছাড়া বাকি সকল দেহের ছায়া রয়েছে। (এমদাদুস সুলুক ৮৬)
-
(vii) হোসাইন আহমেদ মাদানী লিখেছেনঃ সমস্ত কায়নাত নূরে মোহাম্মাদ থেকে সৃষ্ট। যদি আপনি না হতেন তাহলে আমি আসমান-যমীন সৃষ্টি করতাম না। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মোবারাক সৃষ্টি করেছেন এই সমস্ত হাদীস সমূহের এটাই অর্থ। (সিহাবুস সাকিব ৫০)
-
(viii) বাংলাদেশের দেওবন্দী আজিজুল হক বুখারী শরীফের অনুবাদে সিরাত সংখ্যা ৫/৩ এ লিখেছেঃ সমস্ত সৃষ্টির পূর্বে নবীজীর নূর মোবারাক সৃষ্টি হয়েছে।
-
(ix) ইউসুফ লুদায়ান্নাবী লিখেছেনঃ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মোবারাক সবকিছুর পূর্বে সৃষ্টি করা হয়েছে। (আপকা মাসায়েল অর উনকা হাল ৩/৮৩)
-
(x) আব্দুল হাই লাখনাভী লিখেছেনঃ হুজূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মোবারাকের কোন ছায়া ছিল না, কারণ তিনি ছিলেন নূর। (তালিকুল আযিব লি হাল্লি হাসিয়াতুল যালালি মানতিকিত তাহাযিল)"
কোন মন্তব্য নেই