Header Ads

Header ADS

Hadith


ইবন মাজাহ মুসনাদ আহমদ সূত্রে বর্ণিত আছে, একদা শাদ্দাদ ইবনু আউস রাদ্বিয়াল্লাহু আনহু ক্রন্দন করতে শুরু করেন তাঁকে জিজ্ঞেস করা হয়ঃ আপনাকে কিসে কাঁদালো? উত্তরে তিনি বললেনঃ একটি হাদীস আমার স্বরণ হয়েছে এবং ওটাই আমাকে কাঁদিয়েছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃআমি আমার উম্মতের ব্যপারে শিরক গোপন কুপ্রবৃত্তিকেই সবচেয়ে বেশী ভয় করি তাঁকে জিজ্ঞেস করা হয়ঃ হে আল্লাহ এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার পরে কি আপনার উম্মত শিরক করবে? উত্তরে তিনি সাল্লাল্লাহুআলা ­ইহি ওয়া সাল্লাম বললেনঃহ্যাঁ, শুনো! তারা সূর্য, চন্দ্র পাথর এবং মূর্তির পূজা করবে না বটে, কিন্তু তারা আমলে রিয়াকারী করবে (লোক দেখানো আমল করবে) গোপন কামভাব এই যে, সকালে রোযা রাখল এবং যখন প্রবৃত্তির চাহিদার কোন কিছু সামনে আসল তখন রোযা ছেড়ে দিল [তাফসীর ইবন কাসীর, সূরা আল কাহফ এর ১১০নং আয়াতের ব্যাখ্যা]
আলোচ্য হাদীস থেকে বুঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে নিয়ে দুটা জিনিষ খুব ভয় করতেনঃ-
) রিয়া- এটা লোক দেখানো আমল যা শিরকেরঅন্তর্ভুক ­্ত আমাদের সমাজে অনেককেই দেখা যায় সাধারণ মানুষদের কাছথেকে বাহবা পাওয়ার জন্য বিভিন্ন যায়গায় দান-খয়রাত করে থাকেন আমাদের দেশে এই কাজটা বিশেষ করে রাজনীতিবীদগণকরেন বিশেষ করে নির্বাচনের আগে দিয়ে এটা ছোট শিরকের একটি উদাহরণ
) গোপন কুপ্রবৃত্তি/ ­কামভাব- এটা উদাহরণ এই ভাবেও দিয়া যায় ফযর নামায পড়ার জন্য অনেক ভোরবেলা উঠতে হয় কিন্তু আরেকটু ঘুমিয়ে নেই বা উঠছি উঠছি করে আর উঠা হয় না এটাই মনের গোপন কুপ্রবৃত্তি এভাবে ফযরের নামাযযথা সময়ে পড়া হয়ে উঠে না আমাদের সমাজে অনেকেরই এটা হয়
উম্মতেরা যে এই সমস্যায় ভুগবেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪শ বছর আগেই বলেগেছেন তারপরও আল্লাহ তাআলা কাছে দু করি তিনি যেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উসিলায় আমাদের রিয়া গোপন কুপ্রবৃত্তি/ ­কামভাব থেকে দূরে রাখেনএবং পাঁচ ওয়াক্ত জামআতের সাথে আদায় করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন

কোন মন্তব্য নেই

ওসমান রাদ্বিয়াল্লাহু আনহুর মর্যাদা

জন্ম পরিচিতি: হজরত ওসমান গণী রাদ্বিয়াল্লাহু আনহু ছিলেন তৃতীয় খলীফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জামাতা, পয়ত্রিশ মতান্তরে ছত্রি...

Blogger দ্বারা পরিচালিত.