Header Ads

Header ADS

দরসে কোরআন

১) "এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেলো।তখন তা পাথরসমূহের ন্যায় হয়, বরং তদোপেক্ষাও কঠিনতর এবং পাথর গুলোর মধ্যে তো কিছু এমনও আছে, যেগুলো থেকে নদিসমূহ প্রবাহিত হয় এবং কতেক এমনও রয়েছে,যেগুলো ফেটে যায়-তখন সেগুলো থেকে পানি নির্গত হয়; এবং কতেক এমনও আছে যেগুলো আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে।এবং আল্লাহ তোমাদের কৃতকর্মগুলো সম্পর্কে অনবহিত নন।"{সূরা বাকারা, আয়াত ৭৪}
২)এবং তোমরা (নারীরা) জাহেলী জুগের মত তোমাদের সৌন্দর্য এবং অলংকার সমূহকে প্রদর্শন করো না।
(সূরাহ আল আহযাব-আয়াত :33)
৩)“তোমরা প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশংকচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না।”[সূরা আরাফ ২০৫]
৪)"আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্
তী। যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে। সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।"[সূরা ক্বাফ -১৬-১৮]
৫) হে হাবীব আপনি বলুন, হে আমার ঐ সকল বান্দা, যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা। নিশ্চয় তিনি সব গুণাহ ক্ষমা করে দিবেন। কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। {সূরা যুমার, আয়াত ৫৩}

কোন মন্তব্য নেই

ওসমান রাদ্বিয়াল্লাহু আনহুর মর্যাদা

জন্ম পরিচিতি: হজরত ওসমান গণী রাদ্বিয়াল্লাহু আনহু ছিলেন তৃতীয় খলীফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জামাতা, পয়ত্রিশ মতান্তরে ছত্রি...

Blogger দ্বারা পরিচালিত.