Header Ads

Header ADS

সাগতম হে মাহে মহররম

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, নতুন বছরের আগমনী বার্তা আপনাদের জীবনকে উদ্ভাসিত করুক।
দীর্ঘ প্রতিক্ষার পর ১৪৩৪ হিজরী আরবী নববর্ষের প্রথম মাস মাহে মুহরম আমাদের মাঝে ফিরে এল আর ইমানদার মুসলিম নর-নারীর চক্ষু অশ্রুতে ভরে গেল । কারবালার ইতিহাস এক রক্তাক্ত যে ইতিহাস পৃথিবীতে তার আগে কোনদিন রচিত হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবে না । আল্লাহ তায়ালা আমাদেরকে যেন শোহাদায়ে কারবালা থেকে শিক্ষা নিয়ে জিবন গড়ার তৌফিক দেয় ।
মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন- "েয ব্যিক্ত রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর িনর্দেশ মান্য করেেছ, নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশ মান্য করেছে । আর যে মুখ ফিরিয়ে, তবে আমি আপনাকে তাদের রক্ষার জন্য প্রেরণ করি নি ।"{সূরা নিসা, আয়াত-৮০}
এ মাসটি অত্যন্ত সম্মানিত মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ নিষিদ্ধ।এ মাসের দশম তারিখটি বিভিন্ন কারনে গুরুত্বপূর্ণ।এ দিনটিকে মুসলিম বিশ্বে আশুরা নামে অত্যন্ত মর্যাদার সাথে স্মরণ করা হয়ে থাকে।ইতিহাসে দেখা যায়,মানব জাতির সৃষ্টির শুরু থেকে বহু ঘটনা এই দিনে সংগঠিত হয়েছে।নিম্নে কয়েকটি ঘটনা তুলে ধরা হলঃ
১.হযরত আদম আঃ,হাওয়া আঃ,ইব্রাহিম আঃ ও ঈসা আঃ জন্ম।
২.দুনিয়াতে হযরত আদম আঃ এর ফরিয়
াদ কবুল।
৩.হযরত ইয়াকুব আঃ সাথে হযরত ইউসুফ আঃ এর হারিয়ে যাওয়ার পর সাক্ষাত্‍।
৩.ফেরআউন ও তার সৈন্যদের নীলনদে ধ্বংস করে হযরত মূসা আঃ ও তার অনুসারীদের পরিত্রাণ।
৪.আল্লাহর সাথে হযরত মূসা আঃ এর কথোপকথনের সৌভাগ্য ও তাওরাত কিতাব লাভ।
৫.হযরত নূহ আঃ ও তার স্বীয় অনুগামীসহ মহাপ্লাবনের পর নৌকা হতে অবতরণ।
৬.হযরত ইদ্রিস আঃ ও হযরত ঈসা আঃ এর আসমানে আরোহণ।
রাসুল (দঃ) এর সাথে ঊম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) এর শাদীমুবারক।
৭.দুনিয়ার সৃষ্টি ও দুনিয়া ধ্বংসও হবে এই দিনে।
৮.হযরত ইমাম হোসাইন ও তার পরিবারের অনেকরই পাপিষ্ট এজিদ বাহিনীর হাতে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ।
এবং আরো অনেক ইতিহাস বিখ্যাত ঘটনা এই আশুরার দিনে সংগঠিত হয়েছে।


কোন মন্তব্য নেই

ওসমান রাদ্বিয়াল্লাহু আনহুর মর্যাদা

জন্ম পরিচিতি: হজরত ওসমান গণী রাদ্বিয়াল্লাহু আনহু ছিলেন তৃতীয় খলীফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জামাতা, পয়ত্রিশ মতান্তরে ছত্রি...

Blogger দ্বারা পরিচালিত.